অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Stoic Bliss > Alokborsho Dure > Raktim Shinghashon


শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ
ধরে আছি আমি এই আবার
আকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন
হাজার ক্ষুব্ধ কোন গ্রহের পর
উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর
ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে
কেউ আপন আর কেউ পর
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
চাইনা কোন মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
এখন আমি একা আবার গড়ে
তুলবো পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দেব স্রষ্টার আলোকে
অপরুপ এ প্রহর
চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি
হারিয়ে গেলে মেঘের আকাশে
জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে
তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে
চোখটা আবেগে ছলছলে
করছে প্রার্থনা ও চাঁদমামা
ফিরে কবে আসবে?
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
চাইনা কোন মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক (২)

No comments:

Post a Comment