Hunkar er Opekkhay[হুঙ্কারের অপেক্ষায়!] - A song dedicated to Bangladesh Cricket
by Artcell DOWNLOAD HERE
by Artcell DOWNLOAD HERE
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়
...এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়…
চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা…
গর্জে উঠো বাংলাদেশ!