অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Warfaze>Obak Valobasa>Nirbashon


আমাদের ভালোবাসা কোন কারনে
 একাকি করেছে দু'জনাকে
 হৃদয়ে ধূলোজমা জীবনের পথে
 নিঃস্ব হয়েছি আমি

 জানাতে চাইনি
 পালাবার কারন
 নিরব থেকেছি
 নিথর হয়ে
 দৃষ্টিটা শুধু
 ঝাপসা ছিলো যে
 অন্যরকম এক
 চোখের জ্বলে
 বেদনার আবেগে

 প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
 জীবন আমার থমকে আসন্ন এক
 মরনে..........

 আমাদের ভালোবাসা কোন কারনে
 একাকি করেছে দু'জনাকে
 হৃদয়ে ধূলোজমা জীবনের পথে
 নিঃস্ব হয়েছি আমি

 সেই তখন থেকে
 আমাদের এই পথ
 মোড় নিয়েছে
 অন্য বাঁকে

 এলোমেলো এই পাথর পথে
 হাটছি এখন এই স্মৃতির পাতায়
 একা..........

 অন্যভূবনে
 যাবার সময়
 এ নয় আমার
 ভালোবাসার
 পরাজয়
 তোমার
 হৃদয়ের
 কষ্ট
 কমাতে
 এ আমার ভালোবাসা

Bangla Song>Arnob>Hok Kolorob> Tomar Jonno


তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো। 

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বলে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

Bangla Song>Gorje Utho Bangladesh>Radioactive>Shodesh

গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Radioactive:Shodesh




নির্বাক পরে আছি
বন্দিত্ব হয়ে শিকলে
অন্ধ চোখ আধার ছুয়ে
পরে আছি অনিশ্চয়তায়
অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন  
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া


এই আমার দেশ
স্বাধীনতা নির্মানে জন্মেছি
এই আমার দেশ
সবুজ স্বপ্ন ছড়াতে জন্মেছি (২)




শরীর জুরে আছে আমার
নোংরা মুল্যবোধের কীট
অভিশাপের রক্ত সংবিধান
রোদেলা সময়হীন
অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া


একদিন আসবে যেদিন থাকবে না আধার অপেক্ষা
একদিন আসবে যেদিন থাকবে না ছিন্ন পতাকা
একদিন আসবে যেদিন থাকবে না হুহু ঠিকানা
একদিন আসবে যেদিন থাকবে না ঘুড়ির অস্তিত্ব


অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া
 
অজানা মুক্ত স্বাধীন আকাশ
পাবেনা স্বচ্ছ বাতাস
সংবিধান সেই কালে কালে
ঘৃণ্য আজওওওও............