অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Movie Song >Deep Nebhar Ag-E >Arnob> Ghum Gari (ঘুম গাড়ি)


চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)  

শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী (২)
স্বাধের সংসার পিছে থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি

ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)

জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)

Bangla Song > Topu > Yaatri > Ekta Gopon Kotha (একটা গোপন কথা)


একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তা এবার যা হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবটুকু ভুলে গিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যাথা
দেখে নিব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেস
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়

প্রতিদিন এগলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাকা করে চুল বাধে, প্রেম করে
ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
এইদেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার  
কখনো বুঝিনি যে এটা ছিল সূচনা আছে বাকি স্বপ্নের উপসংহার  
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়......

Bangla Song > Movie Song >Third Person Singular Number > Didha

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুক-না
ভিতর বলে দূরে থাকুক
বাহির বলে আসুক-না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই।

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুক-না
ভিতর বলে দূরে থাকুক
বাহির বলে আসুক-না।


জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে-
দুইদিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাই না
না নিভাই না জ্বালাই
না জ্বালাই না নিভাই।

ICC World Cup 2011 Theme Song > Bangla Version > Mar Ghuriye> Lyrics + Song Mp3 Download



ICC WORLD CUP THEME SONG
BANGLA VERSION
MAR GHURIYE (মার ঘুরিয়ে)

Wanna download the song?? Please Click Here



জিতবে এবার জিতবে ক্রিকেট.........
আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট কাঁপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দেখো দামাল ছেলে
জিতবে এবার জিতবে ক্রিকেট.........  
আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট কাঁপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দেখো দামাল ছেলে
পেরিয়ে বাঁধা, ঘুর্নি ধাঁধা
কিংবা যদি তুমুল কোনো ঝড় বাতাস কেটে
তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়ে
মার ঘুরিয়ে.....উড়িয়ে......ঘুরিয়ে......  
দেখবে এবার জিতবে ক্রিকেট.........  
   
আকাশে আজ তোরই কথা
নীল মেঘ চায় তোর বন্ধুতা
রদ্দুতার ওই সাহস ঘামে
জড়িয়ে দেখ বিজয় আনে
তোকে দেখে তরুন যুবা হাজার অযুত দীপ্ত শপথ
তোকে দেখে সবুজ পাতা বৃষ্টি ভেজা এই যে পথ
মার ঘুরিয়ে.....উড়িয়ে......ঘুরিয়ে......
দেখবে এবার জিতবে ক্রিকেট.........     

গ্যালারী দেখো রুদ্ধশ্বাসে
অপেক্ষায় আজ বিজয়ী
শেষ ওভার, বল আসছে ছুটে
বিজয় ছিনিয়ে আনবে বীর
উল্লাসে তাই পড়ছে ফেটে,
হাজার কোটি ক্রিকেট ফ্যান
ক্রিকেট জ্বরে পুরছে বিশ্ব
ক্রিকেট,ক্রিকেট গাই জয়গান
মার ঘুরিয়ে.....উড়িয়ে......ঘুরিয়ে...... 
দেখবে এবার জিতবে ক্রিকেট.........   

Bangla Song > Icons> Ishshoronio > Oporanho


এই মনে আজো পড়ে থাকি আমি
অনন্ত ডুবে যাই হতাশায়
তুমি রয়ে যাও সঙ্গদানে আমার অপেক্ষায়
শূন্য চোখে তোমায় দেখা
এখনও এখানে দাঁড়িয়ে একা
বহুদিন পড়ে তুমি ভুলে গেছ আমার সত্ত্বা
কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে

পথের গন্তব্য কি জানতে চেয়েছি
একা একা আলোর পথে হাটা
আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই
কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে (২)...........