মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপোয় নেই জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছিনা কেন ?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন ?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত এর পাশে আমি............
কোন উপায় না পেয়ে আমিও তোমার পক্ষ নিলাম......
ReplyDeleteতুমি চিরন্জীব..