অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Telefilm -Valobasi Tai>Studio58 Feat.Palbasha> Jolshopno


গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Jolshopno

জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আকা
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে......
জলের অতলে......

জলজ গল্প লেখা কাগজে
বুনো সবুজ ঘাস
ছড়িয়ে দীর্ঘশ্বাস
যায় খুজে......
ছড়িয়ে দীর্ঘশ্বাস
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে......


শুন্যেরও জলকণা
হয়ে যায় আনমনা
সহজে......
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে......
জলের অতলে......



jol kona ure jay
poth vule dure jay
joloj sopne aka
jol kona ure jay
poth vule dure jay
jol chobi pabe pakha
ashar megheder kole
brishti sadhin hole
chirochena boroshay
sohojat koushole
vijuk amar ei deh
vese jak sondeh
sopno je anmoneo
joler otole.....
joler otole.....

joloj golpo lekha kagoje
buno sobuj ghas
choriye dirghossas
jay khuje....
choriye dirghossas
ashar megheder kole
brishti sadhin hole
chirochena boroshay
sohojat koushole
vijuk amar ei deh
vese jak sondeh
sopno je anmoneo
joler otole.....

shunnero jolkona
hoye jay anmona
sohoje......
ashar megheder kole
brishti sadhin hole
chirochena boroshay
sohojat koushole
vijuk amar ei deh
vese jak sondeh
sopno je anmoneo
joler otole.....
joler otole.....

Bangla Song>Skibkhan>Kata Tarer Bera> Keno Ei Poth Nile


গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Keno Ei Poth Nile
প্লে গ্রুপ থেকে গ্রেইট সেভেন ভালো ভাবে কাটলো
বন্ধুর পাল্লায় সিগারেট ধরলো
ধোঁয়া বের হতো উইথ এভরি নিঃশ্বাস
আড্ডায় খেতে খেতে হয়ে গেলো অভ্যাস

এখন ছাড়তেও পারেনা পারলেও ছাড়ে না
অকালে মৃত্যু হয় তাও সে মানে না
দরকারে বাপের পকেট,মায়ের পার্স
দোকানে বাকি রেখে মিটিয়েছে থার্স্ট
ম্যাট্রিক,ও লেভেলস, মাথা ভরা টেনশন 
সারাদিনে লেগে যেতো এক প্যাক বেনসন
মা যখন বলত গায়ে কেনো গন্ধ
চিল্লিয়ে বলতে মা তুমি অন্ধ
রাস্তায়,হোটেলে,কোচিংএ,দোকানে
বিড়ি সিগারাটে সবাই খায় সবখানে
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন

পরীক্ষা শেষে ঘটালে জীবনের ধ্বংস
কাছে নিয়ে পোটলা খুলে করলে খুচরো অংশ
কেউ বলেছিলো দোস্ত একবার খা
মন করেছে বিশ্বাস যেনো তুমি রাজা
গাজা খেয়ে ফুটপাতে বসে, বলেছ বুদ্ধি খান
গাড়ি দিয়ে কেড়ে দেবে থার্টিটু ফিফটি
বন্ধুর বুকে ছুরি নিয়ে নিলে স্যাটি ট্র্যাটু রিটেলিয়েইট(উচ্চারণএমন)
তুমি দিলে এক থ্রেট, সে দিলো এক ব্লেড
রাস্তা ভরা পোলাপান
হঠাৎ করে পিছ দিয়ে ক্ষুর দিলো টান
তুমি রক্তাক্ত মেডিনোভা কেবিন সাত
চোখ খুলে দেখো তোমার পুরো পরিবার
তাও মন মানলো না, ভুল আর ভাঙল না  
গ্যাঞ্জাম গাজা চললো, কেউ জানলো না
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন

সকালে উঠে মনে মনে তুমি বলতে
সারাদিন যেনো তুমি ভালো ভাবে চলতে
অসুখ হয়নি তাও খেয়েছো পিল
পুড়িয়েছো তুমি অনেক লাল, হলুদ, নীল
আজকে কনসার্ট আছে কিছু টাকা দাও বাবা
এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা
করেছো কি চিন্তা, কই তুমি যাচ্ছো?
জাস্ট টু বি কুল, কি তুমি খাচ্ছো?
নিজের শরীর নিজে করেছো নষ্ট
নেই তোমার মায়ের দশ মাসের কষ্ট
কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে
রঙ্গীন তরুন কবে তুমি ফিরবে?

ফিরে যেতে চাও? সম্ভব সত্য
পরিষ্কার কর তোমার বিষাক্ত রক্ত
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

তরুন ছিল রঙ্গীন
পারলো কি বন্ধু?পারলো কি বন্ধু?পারলো কি বন্ধু?
লা লা লা তরুন ছিল রঙ্গীন লা লা লা তরুন ছিল রঙ্গীন লা ......


কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন?

Bangla Song>Krishnokoli Islam>Surje Badhi Basa> Bondhu Tomar


বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।

বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।

বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।


bondhu tomar chokher majhe

chinta khela kore

bondhu tomar kopal jure

chintaloker chaayaa

bondhu tomar naaker bhaje

chinta naamer kaaya



bondhu amar mon bhalo nei

tomar ki mon bhalo

bondhu tumi ektu hesho

ektu kotha bolo



bondhu amar bondhu tumi

bondhu mora kojon

tobuo bondhu....mon holona apon ||



bondhu amar buker majhe

bishorjoner betha

bondhu tumi omon kore

jeyona aar eka



bondhu esho shopno aaki

charta deyaal jure

bondhu esho akaash dekhi

purota chokh khule

bondhu esho jol e bhashi

buk bhashanor shukhe

bondhu tomar bondhu ami

bondhu mora kojon

tobuo bondhu....bhashinako

aakinako shopon ||

Bangla Song>Re|CaLL>Etota valobashi>Jodi


যদি দেখি নীল আকাশ......তোমার চোখে দেখে......
সাদা মেঘদল...থাকি নীলিমা জুড়ে.........
যদি বলি তুমি ভোর......আর শুদ্ধ অনুভুতি ধরে
আমার আছো অস্তিত্ব জুড়ে......

তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে  
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে

যদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারি গান
যেন এই আমি আছি তোমার আজো
আর যত ভুল, তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো......

আমার রঙ্গে.....যাও হারিয়ে......হারিয়ে যাও তুমি......

তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে  
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে 





Jodi dekhi nil akash..tomar chokhe dekhe
shadha megh dol.. thaki nilima jure....
jodi boli tumi bhor.. r shuddho onubhuti dhore..
amar accho ostitto jure...

tai dekho ghum ghum chokh
nil e mishe khub mlan hok
ami bhije jai,bhije jai tor srabone
tai dube jay mon tokhon
mayamoy she chokh jokhon
ami mishe jai,mishe jai tor hashite..

Jodi chao tumi tomar shure ami geye jabo tomari gan
jeno ei ami acchi tomar ajo
R joto bhul, tomar ronge gora obhiman, tomay bhenge gora
abaro bolcchi tomay shono...

amar ronge.. jao hariye... hariye jao tumi..

tai dekho ghum ghum chokh
nil e mishe khub mlan hok
ami bhije jai tor srabone
tai dube jay mon tokhon
mayamoy she chokh jokhon
ami mishe jai tor hashite..

Bangla Song>Robindro Songit> Fagun Haway Haway


ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রান
আমার বাধন ছেঁড়া প্রান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

তোমার অসুখে কিংশুকে,
অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে,(২)
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান।(২)
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

পুর্নিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রুপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়।(২)
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ  চাওয়া মুগ্ধচোখে
রঙ্গীন স্বপন মাখা, (২)
তোমার চাঁদের আলো
মিলায় আমার দুঃখ সুখের
সকল অবসান। (২)

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রান
আমার বাধন ছেঁড়া প্রান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। (২)

Bangla Song>Krishnokoli Islam>Surje Badhi Basa> Dubi Dubi

এই গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Dubi Dubi
 
আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি
ভেসে উঠি
অঙ্গনে আমার

নেচে নেচে
চেয়ে থাকি
দূর পানে আমার
আমার...আমার......

আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে যাওয়া
ঢেউ তুলে
নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া

আকাশ......
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা

সোনা সোনা
সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্যরকম

Bangla Song>Crematic x>Republic (Mixed Band)>Tomay Vebe

 গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Tomay Vebe
রোদ্দুর হাসা সেই বিকেলে
আনমনে শুধু তোমায় ভেবে
নীরবে পৃথিবীকে না জানিয়ে
পৌঁছে যাই তোমার লেখা কবিতাতে

আর যদি তুমি থাকতে পাশে
লিখে দিতাম তোমার ওই ঠোঁটে
নীরবে, নিভৃতে......
আমার এই গানটাকে

হিমেল হাওয়া আনমন এই সন্ধাতে
শুধু তোমায় ভেবে
পৌঁছে যাই সোজা ওই মেঘের মাঝে
ভেসে বেড়াই অনেক দূর আকাশে

বৃষ্টি ঝরা রাতের বেলাতে
শুধু তুমি আমার পাশে
অবাধ্য আমি তোমার হাত ধরে
ভিজে যাই ওই বৃষ্টির মাঝে...

Bangla Song>Warfaze>Obak Valobasa>Andho Jibon


অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন

ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরন
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন

মনের দৃষ্টি যদি দিপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষন্ন মরন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন

তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারন নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন