অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Warfaze>Obak Valobasa>Andho Jibon


অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন

ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরন
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন

মনের দৃষ্টি যদি দিপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষন্ন মরন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন

তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারন নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন

No comments:

Post a Comment