অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Skibkhan>Kata Tarer Bera> Keno Ei Poth Nile


গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Keno Ei Poth Nile
প্লে গ্রুপ থেকে গ্রেইট সেভেন ভালো ভাবে কাটলো
বন্ধুর পাল্লায় সিগারেট ধরলো
ধোঁয়া বের হতো উইথ এভরি নিঃশ্বাস
আড্ডায় খেতে খেতে হয়ে গেলো অভ্যাস

এখন ছাড়তেও পারেনা পারলেও ছাড়ে না
অকালে মৃত্যু হয় তাও সে মানে না
দরকারে বাপের পকেট,মায়ের পার্স
দোকানে বাকি রেখে মিটিয়েছে থার্স্ট
ম্যাট্রিক,ও লেভেলস, মাথা ভরা টেনশন 
সারাদিনে লেগে যেতো এক প্যাক বেনসন
মা যখন বলত গায়ে কেনো গন্ধ
চিল্লিয়ে বলতে মা তুমি অন্ধ
রাস্তায়,হোটেলে,কোচিংএ,দোকানে
বিড়ি সিগারাটে সবাই খায় সবখানে
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন

পরীক্ষা শেষে ঘটালে জীবনের ধ্বংস
কাছে নিয়ে পোটলা খুলে করলে খুচরো অংশ
কেউ বলেছিলো দোস্ত একবার খা
মন করেছে বিশ্বাস যেনো তুমি রাজা
গাজা খেয়ে ফুটপাতে বসে, বলেছ বুদ্ধি খান
গাড়ি দিয়ে কেড়ে দেবে থার্টিটু ফিফটি
বন্ধুর বুকে ছুরি নিয়ে নিলে স্যাটি ট্র্যাটু রিটেলিয়েইট(উচ্চারণএমন)
তুমি দিলে এক থ্রেট, সে দিলো এক ব্লেড
রাস্তা ভরা পোলাপান
হঠাৎ করে পিছ দিয়ে ক্ষুর দিলো টান
তুমি রক্তাক্ত মেডিনোভা কেবিন সাত
চোখ খুলে দেখো তোমার পুরো পরিবার
তাও মন মানলো না, ভুল আর ভাঙল না  
গ্যাঞ্জাম গাজা চললো, কেউ জানলো না
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন

সকালে উঠে মনে মনে তুমি বলতে
সারাদিন যেনো তুমি ভালো ভাবে চলতে
অসুখ হয়নি তাও খেয়েছো পিল
পুড়িয়েছো তুমি অনেক লাল, হলুদ, নীল
আজকে কনসার্ট আছে কিছু টাকা দাও বাবা
এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা
করেছো কি চিন্তা, কই তুমি যাচ্ছো?
জাস্ট টু বি কুল, কি তুমি খাচ্ছো?
নিজের শরীর নিজে করেছো নষ্ট
নেই তোমার মায়ের দশ মাসের কষ্ট
কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে
রঙ্গীন তরুন কবে তুমি ফিরবে?

ফিরে যেতে চাও? সম্ভব সত্য
পরিষ্কার কর তোমার বিষাক্ত রক্ত
মিথ্যের আশ্রয় আর কতদিন?
মনে হবে একদিন
তরুন ছিল রঙ্গীন

তরুন ছিল রঙ্গীন
পারলো কি বন্ধু?পারলো কি বন্ধু?পারলো কি বন্ধু?
লা লা লা তরুন ছিল রঙ্গীন লা লা লা তরুন ছিল রঙ্গীন লা ......


কেন নিলে এই রং
এই ডোজ কেন?
এই পথ কেন?
এই সুচ কেন?

2 comments:

  1. "প্লে গ্রুপ থেকে গ্রেড সেভেন ভালো ভাবে কাটলো"
    Its "GRADE 7" not "GREAT 7"

    ReplyDelete