অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Shironamhin > Bondho Janala > Bondho Janala


আরেকবার যেতে চাই রিমঝিম সুদূপুর  
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারাবেলা বন্ধজানালা…….

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়(২)
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারাবেলা বন্ধজানালা……..

যদি তোমাদের লাল নীল গল্প
আমার শরীরে
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমনে (২)
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা………

No comments:

Post a Comment