অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Shironamhin > Bullet Kinba Kobitay(বুলেট কিংবা কবিতায়)




বুলেট কিংবা কবিতায়
নিন আলোর রাজপথে, টি.এস.সির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দি
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশ্বেষ
কবি আর কবিতা রাজপথ ছুয়ে যায়
কতশত কবি এমনি এক টি.এস.সির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্নমালার মিছিল, ক্লান্তকরুন চোখে

স্লোগান স্লোগান আর মিছিলের নগরে, টি.এস.সির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতা খুন হওয়া আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্নমালা যদি আলোর মিছিল  হয়ে যায়
টি.এস.সির মোড় রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকে না রাতের রাজপথ
পলটন ময়দান, টি.এস.সির মোড়, জনসমাবেশ আর বিশাল আবরোধ
এরই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....

No comments:

Post a Comment