অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Shunno > Shopnoghuri (স্বপ্নঘুরি)


ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে  
হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে  
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।

জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি। 

এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে  
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।

1 comment: